বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ
মেডিকেল করানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ গণপূর্তের ঢাকার তত্ত্বাবধায়ক মাহবুব কত টাকার মালিক ঠাকুরগাঁওয়ে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও হর্ণ জব্দ দুর্ধর্ষ ছিনতাইকারী রাজু গ্রেফতার গুলিস্তান আহাদ পুলিশ বক্সের বিশেষ অভিযানে দ্রুত বিচার, এক বছরের সশ্রম কারাদণ্ড ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে সাফল্য, শায়েস্তাগঞ্জ থানার পুলিশ সদস্য পেলেন বিশেষ পুরস্কার স্ত্রীর অধিকার আদায়ে তরুণীর অনশন জৈন্তাপুরে ভুয়া ইজারার কাগজপত্র দেখিয়ে কোটি কোটি আত্মসাৎ ইউপি সদস্যের বিরুদ্ধে শ্রীমঙ্গলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন জুড়ীতে যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপির সভাপতি মাসুম রেজার প্রকাশ্যে তদবির হিন্দু প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা মুসলিম প্রেমিকার অনশন
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

চট্রগ্রামে নদীতে ঝাপ দিয়ে মাঝি নিখোঁজ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে উপার্জনের একমাত্র অবলম্বন ইঞ্জিনচালিত কাঠের নৌকা (টেম্পু) বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁ’প দিয়ে নি’খোঁ’জ রয়েছেন কর্ণফুলীর মাঝি মোঃ জাবেদ আহমেদ (৪৫)।

বুধবার (০৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কর্ণফুলী নদীর বোয়ালখালী হামির চরের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নি’খোঁ’জ মাঝি কর্ণফুলী উপজেলার শিকলবাহা (১ নাম্বার ওয়ার্ড) দ্বীপ কালার মোড়ল এলাকার দানু মেম্বারের বাড়ির মৃত শরীফ আলীর পুত্র। তার সংসারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

নি’খোঁ’জ মাঝির ছোট ছেলে শহিদুল ইসলাম জনি (১৬) এবার এসএসসি পরীক্ষার্থী। সে উপজেলার কালারপোল উচ্চ বিদ্যালয়ে মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছেন। তার পরীক্ষার কেন্দ্র ছিল কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী উচ্চ বিদ্যালয়।

মানসিক প্রস্তুতি না থাকলেও গ্রামবাসীর অনুরোধে নি’খোঁ’জ মাঝির ছোট ছেলে জনি কোনো রকমে পরীক্ষায় বসেছেন। দিয়েছেন এসএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষা। পরীক্ষা শেষে বাড়িতে ফিরলেও বাবার কোনো হদিস না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। শুধু জনি নয় জনির বড় ভাই বিজয় ও তাদের ২য় শ্রেণীতে পড়ুয়া একমাত্র বোন মিম আকতার বার বার কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়। এছাড়াও মাঝির স্ত্রী আকতার বেগম স্বামীর হদিস না পেয়ে বার বার বেহুশ হচ্ছেন করেছেন আহাজারি।

জানা গেছে, ঘটনার সময়ে মাঝি জাবেদ কর্ণফুলীর নদীর খোলাগাঁও জোডিয়াক পাওয়ার চিটাগাং লিমিটেড জেডি এলাকায় জাহাজের লোকজন ও তাদের পন্য যাতায়াত করছিল। পরে জাহাজের সঙ্গে তার নৌকাটি নোঙর করে রেখেছিল। কিন্তু হঠাৎ করেই জাহাজ থেকে নৌকাটি ছুটে যায়। পরে সে কাপড় ও মোবাইল রেখে নৌকা বাঁচাতে নদীতে ঝাঁ’প দিয়েছেন। এরপর থেকেই তিনি নি’খোঁ’জ রয়েছেন। পরে ঘটনাস্থলের দুই কিলোমিটার দূরে তার নৌকাটি পাওয়া যায়।

নিখোঁজের ছোট ভাই মীর আহমেদ বলেন, ‘আমার ভাইকে খুঁজে পাচ্ছি না। বাল্কহেড মালিকপক্ষ বলছে, সে কাপড় ও মোবাইল রেখে নদীতে লাফ দিয়েছে। কিন্তু আমরা সেটা বিশ্বাস করতে পারছি না। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। পরে তার সাম্পানটি উদ্ধার করা হয়েছে বোয়ালখালী থেকে।’

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, নিখোঁজ মাঝিকে উদ্ধারে তাদের স্বজন ও পুলিশের টিম কাজ করছে। এখনও পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার কাজ চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *