বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

সর্বশেষ
মেডিকেল করানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ গণপূর্তের ঢাকার তত্ত্বাবধায়ক মাহবুব কত টাকার মালিক ঠাকুরগাঁওয়ে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও হর্ণ জব্দ দুর্ধর্ষ ছিনতাইকারী রাজু গ্রেফতার গুলিস্তান আহাদ পুলিশ বক্সের বিশেষ অভিযানে দ্রুত বিচার, এক বছরের সশ্রম কারাদণ্ড ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে সাফল্য, শায়েস্তাগঞ্জ থানার পুলিশ সদস্য পেলেন বিশেষ পুরস্কার স্ত্রীর অধিকার আদায়ে তরুণীর অনশন জৈন্তাপুরে ভুয়া ইজারার কাগজপত্র দেখিয়ে কোটি কোটি আত্মসাৎ ইউপি সদস্যের বিরুদ্ধে শ্রীমঙ্গলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন জুড়ীতে যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপির সভাপতি মাসুম রেজার প্রকাশ্যে তদবির হিন্দু প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা মুসলিম প্রেমিকার অনশন
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

কসবা মহিলা দাখিল মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

মোঃ বিল্লাল সরকার, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

কসবা মহিলা দাখিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক অনাড়ম্বর ও আবেগঘন আলোচনা সভা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মাদ্রাসা সংশ্লিষ্ট গুণীজনরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ ছামিউল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ছাত্রীদের শুধু শিক্ষার আলোয় নয়, চরিত্রে ও আদর্শে আলোকিত হতে হবে। কেবল সনদ অর্জনই যথেষ্ট নয়, বরং ইসলামি মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু তৌহিদ। তিনি ছাত্রীদের উদ্দেশে বলেন, “এই বিদায় আসলে এক নতুন সূচনার নাম। শিক্ষা জীবনের যে ভিত্তি তোমরা আজ মজবুত করেছো, তা নিয়েই তোমাদের সামনে এগিয়ে যেতে হবে।”

আরও বক্তব্য রাখেন আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুক্তি মোঃ আমিনুল ইসলাম এবং কসবা মহিলা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আব্দুল করিম। তাঁরা ছাত্রীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বলেন, একজন আদর্শ নারী হিসেবে নিজেদের গড়ে তুলতে হলে শিক্ষার পাশাপাশি আদব ও আকিদারও চর্চা অপরিহার্য।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের প্রচার ও সেক্রেটারি মোঃ আতাউর রহমান, কসবা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর পিরজাদা মাওলানা শিবলী নোমানী, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের ইঞ্জিনিয়ার মোঃ তাছলিম সরকার, উম্মাহ মডেল মাদ্রাসার মাওলানা জুবায়ের আহমেদ হেদায়াতুল এবং কসবা উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী জনাব মোঃ সাদ্দাম সরকার। সকলেই ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

বিদায়ী ছাত্রীর পক্ষ থেকে মোসাম্মৎ সুমাইয়া একটি হৃদয়গ্রাহী বক্তব্য ও বিদায়ী স্মারক উপস্থাপন করেন, যা উপস্থিত সকলের মধ্যে আবেগের সঞ্চার ঘটায়। শিক্ষকদের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ ও সহপাঠীদের উদ্দেশ্যে তার বার্তা সকলকে মুগ্ধ করে।

অনুষ্ঠানে আয়োজিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। ছাত্রীদের কণ্ঠে কোরআন তিলাওয়াত, হামদ, নাত ও ইসলামি সংগীত পরিবেশন অনুষ্ঠানকে বিশেষভাবে আলোকিত করে তোলে।

সবশেষে এক বিশেষ দোয়া ও মোনাজাতে পরীক্ষার্থীদের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের খতিব ও বিশিষ্ট ওলামায়ে কেরামগণ। পরে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন কসবা মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও পরিচালনা পর্ষদ। মাদ্রাসা পরিবার এই বিদায় অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে সকল পর্যায়ের সহযোগিতা ও আন্তরিকতার সাথে আয়োজন সম্পন্ন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *