বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০১:২১ অপরাহ্ন
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ভোলার দৌলতখানে ছাত্রদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৮ এপ্রিল) সকালে দৌলতখান উপজেলা ছাত্রদলের আয়োজনে আবু আব্দুল্লাহ কলেজ প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে কলেজের শিক্ষার্থী সহ ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্মম হামলায় হাজার হাজার নিরপরাধ মানুষ শহীদ হয়েছেন। শিশু, নারী ও বৃদ্ধদের পর্যন্ত হত্যা করতে দ্বিধা করছে না।
এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। পরে কলেজ প্রাঙ্গণ থেকে উপজেলা ছাত্রদলের আহবায়ক সঞ্জীব মৃধা ও সদস্য সচিব সোহান হাওলাদারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।৷ মিছিলটি দৌলতখান পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয় ।