বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন

সর্বশেষ
মেডিকেল করানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ গণপূর্তের ঢাকার তত্ত্বাবধায়ক মাহবুব কত টাকার মালিক ঠাকুরগাঁওয়ে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও হর্ণ জব্দ দুর্ধর্ষ ছিনতাইকারী রাজু গ্রেফতার গুলিস্তান আহাদ পুলিশ বক্সের বিশেষ অভিযানে দ্রুত বিচার, এক বছরের সশ্রম কারাদণ্ড ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে সাফল্য, শায়েস্তাগঞ্জ থানার পুলিশ সদস্য পেলেন বিশেষ পুরস্কার স্ত্রীর অধিকার আদায়ে তরুণীর অনশন জৈন্তাপুরে ভুয়া ইজারার কাগজপত্র দেখিয়ে কোটি কোটি আত্মসাৎ ইউপি সদস্যের বিরুদ্ধে শ্রীমঙ্গলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন জুড়ীতে যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপির সভাপতি মাসুম রেজার প্রকাশ্যে তদবির হিন্দু প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা মুসলিম প্রেমিকার অনশন
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

গাজা সংহতি হরতাল ও কসবার প্রতিবাদী গণজাগরণ

মোঃ বিল্লাল সরকার, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন

আজ, ৭ এপ্রিল, বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ গাজার চলমান মানবিক সংকটের প্রতিবাদে এক সমন্বিত সাধারণ হরতালে অংশ নেবে। লন্ডনের রাস্তাগুলো থেকে জাকার্তার জনপথ পর্যন্ত, শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মচারী ও শ্রমিকরা তাদের শ্রমবঞ্চিত রাখবে—এক শক্তিশালী বৈশ্বিক সংহতির প্রদর্শনী। সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে; তাদের শূন্য প্রাঙ্গণ হবে আমাদের অটল সংকল্পের সাক্ষ্য: যখন নিরীহ নাগরিকরা অমীমাংসিত দুর্দশার মুখোমুখি, তখন কোনও শ্রেণিকক্ষ, কোনও কার্যালয়, কোনও কারখানা স্বাভাবিক থাকতে পারে না।

কসবা উপজেলায়, এই ঐক্যের চেতনা পরিণত হলো বিশাল এক প্রতিবাদ সমাবেশে, যা “ইসলামী তৌহিদী জনতা”র পতাকাতলে সব দল এবং শ্রেণী-স্তর অতিক্রম করে সংগঠিত হয়। ভোরবেলা, হাজার হাজার মানুষ ভিড় জমায় তোফাজ্জল আলী ডিগ্রী কলেজের প্রশস্ত মাঠে। ব্যানার উঁচু করে এবং এককণ্ঠে উচ্চারিত স্লোগান—“তাত্ক্ষণিক যুদ্ধবিরতি!” এবং “মানবতার আগে রাজনীতি!”—সংকীর্ণ গলি পেরিয়ে পুরাতন বাজার পর্যন্ত মিছিল চলে, অবশেষে কসবা মুক্তিযুদ্ধ চত্বরে সমাপ্ত হয়।

দীর্ঘক্ষণ নিরবচ্ছিন্ন বোমাবর্ষণের বিরুদ্ধে বক্তারা তীব্র নিন্দা জানিয়ে বলেন, গাজার সাধারণ মানুষ—মাতারা তাদের সন্তানকে আলিঙ্গন করে, পরিবারগুলো গৃহবিচ্ছিন্ন—এর ওপর চলমান আক্রমণ শুধুমাত্র ভূ-রাজনৈতিক নয়, বরং নৈতিক সংকট। তারা দাবি করেন অবিলম্বে ও যাচাইযোগ্য যুদ্ধবিরতি, নির্বিঘ্ন মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক আইনের পূর্ণ সম্মান।

আজকের হরতালের অংশ হিসেবে কসবার প্রতিটি শিক্ষা ও সরকারি প্রতিষ্ঠান নিস্তব্ধ ছিল। শিক্ষার্থী ও শিক্ষকরা সংহতির অবস্থান কর্মসূচিতে যোগ দেন; দোকানপাট স্বেচ্ছায় বন্ধ হয়; পেশাজীবীরা আকস্মিক মোমবাতি প্রজ্জ্বলন মিছিল আয়োজন করেন—নিরাশার অন্ধকারে আশা ও প্রতিরোধের আলোকস্তম্ভ হিসেবে।

তবে আমাদের অঙ্গীকার সূর্যাস্তের পরেই শেষ হবে না। আয়োজকরা ঘোষণা করেছেন এক সপ্তাহব্যাপী পাঠচক্র, বিশ্বনেতাদের উদ্দেশে চিঠি লেখার কর্মসূচি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা বৃদ্ধির অভিযান, যাতে গাজার যন্ত্রণা বিশ্বমঞ্চে অম্লান থাকে। তারা প্রতিশ্রুতি দিয়েছেন—পরের শুক্রবার আরও বৃহত্তর, আরও দৃঢ়সংকল্পের শান্তিপূর্ণ মিছিলে পুনর্মিলিত হবেন।

এই বৈশ্বিক মানবিক চেতনার মুহূর্তে, কসবার মানুষেরা প্রমাণ করেছেন—অন্যায় যেখানে-ই ঘটে, ন্যায় সেখানে-ই হুমকির মুখে। আমরা পৃথক রাষ্ট্র বা দলের স্লোগান নয়, বরং এক মানব পরিবার হিসেবে আমাদের কণ্ঠ উঁচু করছি।

গাজা, তুমি একা নও—আমাদের হৃদয়, আমাদের কণ্ঠস্বর এবং আমাদের কর্মই তোমার পাশে থাকবে শান্তি, মর্যাদা ও ন্যায় প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *