বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
সারা দেশে শান্তি তে পালিত হয় পবিত্র ঈদুল ফিতরের নামাজ। এবং নামাজের পর ভারতের মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ সারা ভারতের মুসলিম উম্মাহর ওয়াকাফ সম্পত্তি দখল এবং মসজিদ মাদ্রাসা এবং খানকা শরিফ ও গোরস্থান এর সম্পত্তির উপর কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি ও প্রতিবাদ জানান।
ভারতের বৃহত্তম মুসলিম ধর্মীয় সংখ্যালঘুদের সংগঠন জমিয়েতে ওলামা হিন্দ এর নেতা আশরাফ মাদানী ও মাওলানা মাহমুদ মাদানী এবং সারা ভারত ইসলামী সংগঠন ইত্তেহাদুল মুসলেমিন ও জামায়াতের আমীর পশ্চিম বাংলার ডাঃ মশিউর রহমান ও ফুরফুরা শরীফের পীরজাদারা প্রতিবাদে শামিল হন।
পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় ওয়াকাফ সম্পত্তি দখল নিয়ে প্রতিবাদ জানান পশ্চিম বাংলা জমিয়তে উলামায়ে হিন্দ ও পশ্চিম বাংলার জামায়াতে ইসলামী ও ফুরফুরা দরবার শরীফের পীরজাদা ও খিদিরপুর খানকা শরীফের পীর সাহেব গন।
সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের ঘোলা নওয়া পাড়া ও বাহির গাছি গ্রামে ঈদুল ফিতরের নামাজ বাদ ওয়াকাফ সম্পত্তি দখল নিয়ে প্রতিবাদ জানান মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ। এই প্রতিবাদ সমাবেশে মহিলারা হাজির ছিলেন।
এদিন এই প্রতিবাদ সমাবেশে হাজির ছিলেন বহিরগাছি ঈদগাহ ময়দানে মগরাহাট জমিয়তের নেতা লিয়াকত হোসেন ডাঃ নুরুদ্দিন হাজী কামারউদ্দিন মুফতি সাবির আলী কাসেমী এবং ঘোলা নওয়াপাড়া গ্রামের পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় বাদ ওয়াকাফ সম্পত্তি দখল নিয়ে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিম জামায়াতের সেক্রেটারি জনাব ফরিদুল ইসলাম সর্দার এবং মনোয়ার হোসেন মোল্লা ও ইদুজ্জামান মোল্লা এবং মাওলানা শামসুল আলম ও ইসমাইল সর্দার সহ অন্যান্য জামায়াতের নেতৃত্ব।
সেই সঙ্গে মগরাহাট পশ্চিমের মহিলা জামায়াতের পক্ষ থেকে প্রতিবাদ জানান সাবেক ঘোলা নওয়াপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকা কেশিদা বেগম ও মহিলা জামায়াতের অন্যতম প্রধান পরিচালক সিফা লায়লা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন বিশিষ্ট সমাজসেবী ও জামায়াতের কর্মী ও মিলন মোড় মসজিদের মাতোয়ালী ডাঃ তারিকুজ্জামান সেখ