হবিগঞ্জের চুনারুঘাটে বিপুল পরিমাণ মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ চুনারুঘাট উপজেলার গুইবিল বিওপির টহলদল কমান্ডার হাবিলদার শ্রী টিকেন্দ্র এর নেতৃত্বে শুক্রবার(২৮ মার্চ) বিকাল ৫ টার দিকে উপজেলার সীমান্তবর্তী দোলনা চা বাগান নামক এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবি'র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯১ বোতল ভারতীয় মদ আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লক্ষ ৩৬ হাজার ৫শত টাকা। আটককৃত মাদকদ্রব্যের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চুনারুঘাট থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, "বিজিবি সব সময় দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ এবং নিরবচ্ছিন্নভাবে অভিযান অব্যাহত রেখেছে।
সম্পাদক কর্তৃক আর এস প্রিন্টিং প্রেস, ৯২, আরামবাগ (মার্কেট), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৫/৩ পশ্চিম রামপুরা, ঢাকা। মোবাইল: ০১৮৯৮২৯৪২৭৪। ই-মেইল: mediabuzz30@gmail.com.
২০২৪-২০২৫ দৈনিক মিডিয়া বাজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত