শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
ঢাকা জেলার সুত্রাপুর থানার তনগঞ্জ এর আওয়ামীলীগ নেতা ফজলু রহমান দীর্ঘদিন থেকেই অভিনব কায়দায় প্রতারনা, ভুমির দালালী ও সন্ত্রাসী কায়দায় ভুমিদস্যুতা করে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
অভিযোগের ভিত্তিতে বিশেষ সুত্রে জানা যায় ফজলু রহমান সেনাবাহিনীতে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন বলে ফজলু অনেকের নিকট বলেন। এছারাও ফজলু ফ্যাসিস্ট সরকারের ডিবি প্রধান হারুনের বিশেষ সহকারী ছিলেন। ফজলু ডিবি প্রধান হারুনের সাথে অভিযানে থাকতেন পুলিশ প্রশাসনে কর্মরত না থেকেও। ডিবি হারুনের আমলে বিভিন্ন অনৈতিক কর্মকান্ড করে, মোটা অংকের অর্থ কামিয়ে কেরানীগন্জে একটি বাড়ি ও সুত্রাপুরে কসমোপলিটন নামে একটি কলেজ স্হাপন করেছেন। কলেজটির প্রথম পার্টনার এর সাথেও প্রতারনা করেছেন বলে অভিযোগ উঠেছে।
অভিনব কায়দায় প্রতারনা করা আর্মি ফজলু ক্ষমতার অপব্যাবহার করে ভুমিদস্যুদের সাথে আতাত করে গাগুরিয়া ও শ্রীপুর চরে অনেক লোভী প্রকৃতির মানুষকে জমি বরাদ্দ দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিয়ে সরকার ও প্রকৃত জমির মালিকদের জিম্মি করে সন্ত্রাসী ও ভুমি দখলের কার্যক্রম চালিয়ে যাচ্ছে একটি শক্তিশালী ভুমিদস্যু ও সচিবালয় ভিত্তিক দালালদের সহযোগিতায়।
অনুসন্ধানে মো: আ: মালেক পিতা: মৃত্য আবুল হাশেম খান গ্রাম: জাংগালিয়া পো: আমিরগন্জ থানা: মেহেদিগন্জ জেলা: বরিশালের নিকট হইতে প্রায় ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা নিয়েছেন জমিজমা দখল করে দেওয়ার কথা বলে আনুমানিক ৫/৬ বছর আগে। প্রতারক ফজলুর নিকট টাকা চাইলে দেই দিচ্ছি বলে শুধু কালক্ষেপন করে যাচ্ছে মর্মে সত্যতা পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে ফজলুর এর ০১৭১১২০৭৩৩৬ মোবাইল নাম্বারে যোগাযোগ করলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানায় ২৪ মার্চ ২৫ ইং তারিখে এক ভুক্তভোগী একটি অভিযোগ দায়ের করেন।
পর্ব -১