মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন
 
						শনিবার বিকালে ওয়ারিয়র্স অফ জুলাই এর উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রেসক্লাব থেকে মিছিল হয়ে আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদে এসে শেষ হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন জুলাই ওয়ারিয়র্স চট্টগ্রাম এর আহবায়ক আব্দুল্লাহ আল শাহেদ, রাকিব, মাহবুব, এম এ হান্নান, জাবেদ।ওসমান কাসেমীসহ আরও অনেকে। এসময় বক্তব্যে ওয়ারিয়র্স রা আওয়ামী লীগের বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এর দাবি জানায়। তারা বলেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা এই সিদ্ধান্ত নিবে জুলাই শহিদ পরিবার ও আহত সদস্য রা। তারা বাংলার বুকে আওয়ামী লীগের কর্মসূচি দেখলে কঠোর হস্তে দমন করবে বলে হুশিয়ারি দেয়। সেই সাথে সেনাবাহিনীর এমন হীন আচরণকে তীব্র নিন্দা ও হাসনাত এর পাশে থাকার আহবান জানায় জুলাই ওয়ারিয়র্স চট্টগ্রাম। এই বিক্ষোভ কর্মসূচিতে চট্টগ্রাম এর আহতদের একাংশ অংশগ্রহণ করে।
আহবায়ক আগামী কর্মসূচিতে জুলাই ওয়ারিয়র্সকে সাথে থাকার জন্য আহবান জানিয়ে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।