বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
মঙ্গলবার (১৯ মার্চ) বার্সেলোনায় নান্দনিক সৌন্দর্যের লীলাভূমিতে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যবসায়ী, কর্মচারীসহ বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেন।
উপস্থিত সভায় সভাপতিত্ব করেন মাওলানা আজিমুল ইসলাম সেলিম মোহাম্মদ আল আমিন ও কারী জাবেদ আহমেদের যৌথ পরিচালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক বিশ্বনাথ বার্তা ও যমুনা নিউজ ২৪এর ইউরোপ প্রতিনিধি সাংবাদিক আনহার বিন সাইদ।
প্রধান অতিথি তার বক্তব্যে রমজানের ভ্রাতৃত্ববোধের শিক্ষা তুলে ধরে বলেন, বাংলাদেশি শ্রমিক ও ব্যবসায়ীদের পারস্পরিক মিলন ও সহযোগিতার মাধ্যমে ব্যক্তিগত ও পারিবারিক সমৃদ্ধি অর্জিত হবে, যা দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বার্সেলোনায় বসবাসরত শ্রমিক ও ব্যবসায়ীদের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
ইফতার মাহফিল আয়োজন করেন, শামীম তালুকদার, জাবেদ আহমদ, মোঃ আল-আমিন,রুমেন তালুকদার, সাব্বির আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ বিল্লাল খাঁন, মাওলানা আব্দুল্লাহ, সেলিম তালুকদার, সাইফুল ইসলাম,ছামিদ আহমেদ, মাহবুব আলম, হাবিবুর রহমান ডালিম, আনোয়ার হোসেন,কামিল,ফয়ছল, মুক্তাদির, কাশেম প্রমুখ। ইফতার মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।