মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
১৭ মার্চ (সোমবার) এপেক্স ক্লাব অব গাইবান্ধার ইফতার মাহফিল ও ৩৮৯ তম ডিনার মিটিং দেশি ভোজ পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।
এপেক্স ক্লাব অব গাইবান্ধা প্রেসিডেন্ট এপে. মোছাঃ নুরজাহান বেগম এর সভাপতিত্ব ও পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ এন.এস.ডি এপে. সাহারুল ইসলাম টিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজি-০৭ এপে. আলহাজ্ব শরিফুল ইসলাম, পিডিজি-০৭ এপে. এ.এইচ.এম মনোয়ার হোসেন, পিডিজি-০৭ এপে. সুলতান উদ্দিন আহমেদ।
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. সৈয়দ রোকনুজ্জামান, সেক্রেটারি & ডিএনই এপে. উজ্জ্বল হোসাইন, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. খাইরুল ইসলাম, আইপিপি & এক্সপেনসন ডিরেক্টর এপে. রাশেদুল ইসলাম রাসেল, ট্রেজারার এপে. মোশাররফ হোসেন, সার্ভিস ডিরেক্টর এপে. রবিউল ইসলাম রোকন , পিএসডিডি এপে. আবু শাহিন প্রধান প্রমুখ।
অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ববর্তী আলোচনায় রমজানে কম সৌভাগ্যবান মানুষদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ, নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা হয়।
ইফতারের আগে দোয়া পরিচালনা করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. সৈয়দ রোকনুজ্জামান। দোয়া মাহফিলে ক্লাবের মৃত সদস্যদের মাগফেরাত কামনা ও অসুস্থ সদস্যদের সুস্থতা কামনায় দোয়া, সকল এপেক্সিয়ান এবং দেশ ও জনগনের কল্যানে আল্লাহর রহমত কামনা করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ক্লাবের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।