বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার অন্তর্গত গাগুড়িয়া ও শ্রীপুর মৌজার ৪৬৪ একর জমির খাজনা সংক্রান্তে প্রকৃত জমির মালিকদের হইতে একটি চক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা মর্মে অভিযোগ পাওয়া যায়।
অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে দেখা যায় ১৮/১০/১৯৯৪ ইং সালে মো: ইয়াকুব আলী, অতিরিক্ত কমিশনার (রাজস্ব) কর্তৃক একটি আদেশ স্বাক্ষর করেন। যাহার মিস কেইস নং ৩৮/৫৭-৫৮ ও মিস কেইস ২৯৪/৬৩-৬৪ এর স্ব স্ব অনুমোদিত জমির পরিমাণ ও তফশীল অনুযায়ী নিজ নিজ মিস কেইস অনুবলে ম্যাপ সংশোধন করে রেন্ট রোল প্রস্তুত করত: খতিয়ান খুলিয়া খাজনা গ্রহন করার আদেশ জারীর পর হতে চরাঞ্চলের মানুষের নিকট হইতে অভিনব কায়দায় প্রতারণা করে আসছেন সম্রাট, ফজলু, নেছার, হাছানসহ অনেকেই।
অনুসন্ধানে দেখা যায়, সম্রাট ২.৩২ জমির মালিক হয়েও ফজলু নামে এক ভূমিদস্যুর সহিত ২৩২ একর জমি চুক্তি করেছেন বলে প্রচার করে যাচ্ছেন ফজলু। নিরীহ অসহায় প্রজাদের মিথ্যা প্রলোভন দেখিয়ে খাজনা খারিজের আশ্বাস দিয়ে ফজলু, নেছার, হাছান ভূমি অফিসার সেজে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। এছাড়াও মনির উকিল ভূমি অফিসার সেজে গাগুরিয়া ও শ্রীপুর মৌজার বাসিন্দাদের নিকট হইতে প্রায় ৭৫ পঁচাত্তর লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।
প্রতারক চক্রটি ডিসি অফিস, সচিবালয়, ভূমি অফিসের স্যারদের কথা বলে দফায় দফায় আনুমানিক ৩ (তিন) কোটি টাকা নিয়েছেন বলে ভুক্তভোগীরা গনমাধ্যমকে সাক্ষাতকারে বলেছেন। গনমাধ্যম কর্মীরা খাজনা সংক্রান্ত বিষয় ও ঘুষ দুর্নীতি নিয়ে মেহেন্দিগন্জ উপজেলা ভূমি অফিস থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
অনুসন্ধান-১