মৌলভীবাজারের কমলগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে তবলা, সাধারণ সংগীত, হোলি, খুবাখুশি, নাটক, আবৃত্তি, চিত্রাংকন বিষয়ক ৭ দিনব্যাপী বাৎসরিক প্রশিক্ষণ কর্মশালা ও মণিপুরী নৃত্য বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার(১৩ই মার্চ) বিকাল ৫টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিভিত্তিক (APA) বাস্তবায়নের আওতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও মণিপুরী ললিতকলা একাডেমির সভাপতি মো. ইসরাইল হোসেন।
মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অতিঃদায়িত্ব) প্রবাস চন্দ্র সিংহের সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা’র উপস্থাপনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান স্থপতি তামান্না রহমান, বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, মৌলভীবাজার সহকারী কমিশনার মো.ফয়সাল ইবনে ইদ্রিস। এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতারের শিল্পী এমএম রহমান,হবিগঞ্জ শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা জ্যোতি সিনহা।

প্রশিক্ষণ কর্মশালায় একাডেমির প্রশিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকরা উপস্থিত ছিলেন । মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অতিঃদায়িত্ব) প্রবাস চন্দ্র সিংহ জানান, ৭দিন ব্যাপী বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ২ শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। আলোচনাসভা শেষে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি, মণিপুরী হোলি, মণিপুরী নৃত্য সহ বিভিন্ন সংস্কৃতিতে মাখানো বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনা পরিবেশন করা হয়।
সম্পাদক কর্তৃক আর এস প্রিন্টিং প্রেস, ৯২, আরামবাগ (মার্কেট), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৫/৩ পশ্চিম রামপুরা, ঢাকা। মোবাইল: ০১৭৭৫০৯৮৬৩৮। ই-মেইল: mediabuzz30@gmail.com.
২০২৪-২০২৫ দৈনিক মিডিয়া বাজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত