মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ
গণপূর্তের ঢাকার তত্ত্বাবধায়ক মাহবুব কত টাকার মালিক ঠাকুরগাঁওয়ে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও হর্ণ জব্দ দুর্ধর্ষ ছিনতাইকারী রাজু গ্রেফতার গুলিস্তান আহাদ পুলিশ বক্সের বিশেষ অভিযানে দ্রুত বিচার, এক বছরের সশ্রম কারাদণ্ড ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে সাফল্য, শায়েস্তাগঞ্জ থানার পুলিশ সদস্য পেলেন বিশেষ পুরস্কার স্ত্রীর অধিকার আদায়ে তরুণীর অনশন জৈন্তাপুরে ভুয়া ইজারার কাগজপত্র দেখিয়ে কোটি কোটি আত্মসাৎ ইউপি সদস্যের বিরুদ্ধে শ্রীমঙ্গলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন জুড়ীতে যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপির সভাপতি মাসুম রেজার প্রকাশ্যে তদবির হিন্দু প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা মুসলিম প্রেমিকার অনশন জৈন্তাপুরে মাওলানা শামিম আহমদকে হত্যার উদ্দেশ্যে হামলা, থানায় অভিযোগ দায়ের
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে বারবার ধর্ষণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
বাঁশখালীতে শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষকের বিরুদ্ধে মামলা, পলাতক ধর্ষক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে করা মামলা থেকে স্বামীর নাম বাদ দেওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কৌশলে সেই ঘটনার ভিডিও করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার জালাল হোসেন (৪০) নামের প্রধান অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। এর আগে গত বুধবার রাতে ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনে আড়াইহাজার থানায় একটি মামলা করেন।

মামলার আসামিরা হলো উপজেলার সাতগাঁও ইউনিয়নের সখের গাঁও গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে জালাল হোসেন (৪০), জামাল মিয়ার ছেলে সোহেল মিয়া (৩৫) ও একই এলাকার সেলিম মিয়া (৪২)।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেপ্তার প্রধান আসামি জালাল হোসেন ওই গৃহবধূর স্বামীর চাচাতো ভাই। ২০২৪ সালের মে মাসে পারিবারিক কলহে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় জালাল ওই গৃহবধূর স্বামীর নামে মামলা করে। পরে মামলা থেকে তাঁর স্বামীর নাম বাদ দেওয়ার কথা বলে গত ১৫ ফেব্রুয়ারি সে ওই গৃহবধূকে ধর্ষণ করে। ১৮ ফেব্রুয়ারি তাঁকে নরসিংদীর একটি হোটেলে নিয়ে আবার ধর্ষণ করে এবং গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে আরও একাধিবার ধর্ষণ করা হয়। এক পর্যায়ে জালাল সোহেল ও সেলিমকে সেই ভিডিও দেয়। তারা গৃহবধূকে ভিডিও দেখিয়ে ৩ লাখ টাকা দাবি করে। পরে গৃহবধূ থানায় মামলা করেন।

এদিকে, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনির বিরুদ্ধে তাঁর সৎভাইয়ের স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সিদ্দিকিয়া মহল্লার বাসিন্দা গৃহবধূ খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এ মামলার আবেদন করেছেন। ট্রাইব্যুনালের বিচারক প্রণয় কুমার দাস আবেদনটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। গত ১৯ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন ভুক্তভোগী নারী। বৃহস্পতিবার মামলার বিষয়টি জানাজানি হয়।

বিএনপি নেতা হাফিজুর রহমান মনি বলেন, পারিবারিক বৈঠকে খারাপ ব্যবহার করায় অভিভাবক হিসেবে আমি তাকে দুটি চড় দিয়েছি। আদালতে যেসব মিথ্যা অভিযোগ দিয়েছে, তা আমার জন্য লজ্জার।

ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণ, আদালতে আত্মসমর্পণ আসামির

রংপুরের মিঠাপুকুরে ২১ ফেব্রুয়ারি শহীদদের শ্রদ্ধা জানানোর ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণ করা সার্ভেয়ার রুহুল আমিন আদালতে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার রংপুরে মিঠাপুকুর আমলি আদালতের-৩ বিচারক কৃষ্ণ কমলের আদালতে তিনি গোপনে আত্মসমর্পণ করেন। এর আগে গত বুধবার রুহুলের ভাই নুরুল আমিনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গত ২১ ফেব্রুয়ারি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে দেওয়ার জন্য ফুল সংগ্রহ করতে পাশের বাড়িতে গিয়েছিল শিশুটি। ওই সময় রুহুল আমিন শিশুটিকে কৌশলে ঘরে ডেকে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির মা মিঠাপুকুর থানায় মামলা করেন।

নেত্রকোনায় দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ঢাকা জজ কোর্টের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলামকে নেত্রকোনার কলমাকান্দা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত বুধবার রাতে উপজেলার গোয়াতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শহিদুল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সেকেন্দার নগর গ্রামের রোকন মিয়ার ছেলে। র‍্যাব জানায়, গত ১৭ ফেব্রুয়ারি একটি দলবদ্ধ ধর্ষণ মামলার ১২ আসামিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়ার সময় শহিদুল কৌশলে পালিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জে শিশু সন্তানকে জিম্মি করে নারীকে ধর্ষণচেষ্টা 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিশু সন্তানকে জিম্মি করে এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার জালকুড়ি উত্তরপাড়া পানি ট্যাঙ্কি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন

অভিযুক্তরা হলেন আরিফ (৩২), ডালিম (৩৫) ও বেলাল (৩৫)। আরিফ ও ডালিম ভুক্তভোগীর স্বামীর প্রতিবেশী এবং বেলাল তাদের সহকর্মী।

কালীগঞ্জে প্রেমিকাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, মামলা 

ফেসবুকে প্রেমের সূত্র ধরে কুমিল্লা থেকে ডেকে এনে এক তরুণীকে গাজীপুরের কালীগঞ্জ ও ঢাকার যাত্রাবাড়ীতে একাধিকবার ধর্ষণ করেছে প্রেমিক। পরে বিয়ের দাবিতে অভিযুক্ত যুবকের বাড়িতে গেলে ভুক্তভোগীকে মারধর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী প্রেমিককে প্রধান আসামি করে সাতজনের নামে গত বুধবার রাতে কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলার প্রধান আসামি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের ফরিদ পালোয়ান (২৫)।

রাবি ছাত্রীর পোশাক নিয়ে কটু মন্তব্যের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রীর পোশাক নিয়ে কটু মন্তব্য ও মারধরের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই ছাত্রীর বন্ধু ফারহান মাহমুদ স্বাধীন। বিকেলে এ ঘটনায় অভিযুক্ত দু’জনকে নগরের রাজপাড়া থানার হর্টিকালচার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন রাজশাহী নগরের মতিহার থানার ধরমপুর এলাকার তরিকুল ইসলামের ছেলে মো. তন্ময় (২৮) এবং একই এলাকার মো. ইন্তাজের ছেলে মিলন (৩৮)।

[প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার ব্যুরো ও প্রতিনিধি]


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *