রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ
দুর্ধর্ষ ছিনতাইকারী রাজু গ্রেফতার গুলিস্তান আহাদ পুলিশ বক্সের বিশেষ অভিযানে দ্রুত বিচার, এক বছরের সশ্রম কারাদণ্ড ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে সাফল্য, শায়েস্তাগঞ্জ থানার পুলিশ সদস্য পেলেন বিশেষ পুরস্কার স্ত্রীর অধিকার আদায়ে তরুণীর অনশন জৈন্তাপুরে ভুয়া ইজারার কাগজপত্র দেখিয়ে কোটি কোটি আত্মসাৎ ইউপি সদস্যের বিরুদ্ধে শ্রীমঙ্গলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন জুড়ীতে যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপির সভাপতি মাসুম রেজার প্রকাশ্যে তদবির হিন্দু প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা মুসলিম প্রেমিকার অনশন জৈন্তাপুরে মাওলানা শামিম আহমদকে হত্যার উদ্দেশ্যে হামলা, থানায় অভিযোগ দায়ের নিজ বাড়ি থেকে মোহনা টিভির সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার ধর্মের নামে বৃদ্ধকে হেনস্তা, মানবাধিকার ও সংবিধান লঙ্ঘনের ঘটনায় মামলা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

বেনাপোলে ছিনতাইচক্রে জিম্মি পাসপোর্ট যাত্রীরা

বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন

বেনাপোল স্থলবন্দরে ৪০-৪৫ ছিনতাইকারীর হাতে জিম্মি হয়ে পড়েছেন পাসপোর্টধারী যাত্রীরা। প্রতিনিয়ত তাদের জিম্মি করে টাকা ছিনিয়ে নিচ্ছে চক্রটি। দুই মাসে চক্রের অন্তত ২৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের গ্রেফতার করলেও নিবৃত করা যাচ্ছে না। আদালত থেকে জামিন নিয়ে তারা ফের ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। চক্রের সদস্যরা বংশপরম্পরায় এ পেশায় জড়িয়ে পড়ছে। এজন্য তারা বেপরোয়া হয়ে উঠেছে। পাসপোর্ট যাত্রীদের ছিনতাই বন্ধ না হওয়ায় স্থলবন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, বেনাপোল স্থলবন্দর এলাকায় ৪০ থেকে ৪৫ জনের ছিনতাইচক্র রয়েছে। তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হলেও তৎপরতা থেমে নেই। আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে ফের একই পেশায় জড়িয়ে পড়ছে তারা। দুই মাসে অন্তত ২৫ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। পাসপোর্ট যাত্রীদের নিরাপত্তায় সতর্ক রয়েছে পুলিশ।

জানা যায়, বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৫-৭ হাজার দেশি-বিদেশি পাসপোর্টধারী যাতায়াত করেন। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ভোরে বাস থেকে নামার পর বন্দরের বাসটার্মিনাল ও যাত্রী টার্মিনালে যান। এ সময় পাসপোর্ট ফর্ম ও ভ্রমণ কর কেটে দেওয়ার কথা বলে চিহ্নিত ছিনতাইকারীরা তাদের বিভিন্ন গলিতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা কেড়ে নেয়। আবার কখনো টাকার নম্বর এন্ট্রির কথা বলে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনে এসব ঘটনা ঘটলেও ছিনতাইকারীদের সঙ্গে সখ্যের কারণে তারা এড়িয়ে চলেন বলে অভিযোগ রয়েছে। সবশেষ শনিবার মনোজ কুমার নামে হৃদরোগের চিকিৎসার জন্য এক পাসপোর্ট যাত্রী তাদের খপ্পরে পড়েন। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রাকালে তার মেয়ে অবন্তী করকে প্রাণনাশের হুমকি দিয়ে ইমিগ্রেশন সংলগ্ন ওয়ান ব্যাংকের এটিএম বুথের পাশে গলিতে নিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে ছিনতাইকারী চক্র। এ সময় ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয় চক্রটি। এ ঘটনায় ভুক্তভোগী অবন্তী কর বেনাপোল পোর্ট থানায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। ওই মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে মো. শোয়েব আক্তার, একই গ্রামের জাবের শেখের ছেলে শেখ রাহাদ অন্তর ও ইউনুস আলীর ছেলে আবদুল কাদের।

৩০ অক্টোবর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে চিকিৎসা নিতে যাওয়া পাসপোর্টধারী এক ক্যানসার রোগীর টাকা ছিনতাই হয়। এতে জড়িত বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর গ্রামের লোকমান সিকদারের ছেলে শিমুল শিকদার এবং একই থানাধীন নামাজগ্রামের আজগর আলীর ছেলে মিলন হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ২ সেপ্টেম্বর বেনাপোল স্থলবন্দর এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন অন্তত ৮ পাসপোর্ট যাত্রী। তাদের কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নেয় চক্রটি। দুজনের ১৩ হাজার টাকা উদ্ধার হলেও বাকিদের টাকা খোয়া গেছে। এদিন ছিনতাইকারীর কবলে পড়া খুলনার বটিয়াঘাটার বাসিন্দা সাগর হোসেন জানান, ভারতে গমনের উদ্দেশে যাত্রীটার্মিনালের সামনে সকালে লাইনে দাঁড়িয়ে ছিলাম। সেখানে কয়েকজন লোক তাকে বলে অনলাইনে ভ্রমণ কর জমা দিলে তারা বন্দরের লম্বা লাইনের আগে ইমিগ্রেশনে পৌঁছে দেবে। পরে তাকে পাশেই একটি মার্কেটের গলিতে কম্পিউটারের দোকানে বসায়। সেখানে ট্যাক্স জমা দেওয়ার পর টাকার নম্বর লিখতে হবে জানিয়ে ওই ঘরের পাশের কক্ষে বসায় ছিনতাইকারীরা। একপর্যায়ে সঙ্গে থাকা ৫২ হাজার টাকা নিয়ে আবার ফেরত দেয়। পরে সন্দেহ হলে গুনে দেখেন সেখান থেকে ২৩ হাজার টাকা সরিয়ে ফেলা হয়েছে। পরে বন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলে বন্দর ও বিজিবি সদস্যের সহযোগিতায় ৭ হাজার টাকা ছিনতাইকারীদের কাছ থেকে উদ্ধার হয়।

জানতে চাইলে বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঁইয়া বলেন, পাসপোর্ট যাত্রীদের নিরাপত্তার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী দেখে। আমরা ভেতরে ইমিগ্রেশনের বিষয়টি দেখি। পাসপোর্ট যাত্রীদের টাকা ছিনতাইয়ের ঘটনা দুঃখজনক। এটি বন্ধ হওয়া উচিত।

জানতে চাইলে বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, সাধারণত বাস থেকে নামার পর বাইরে টার্মিনালে পাসপোর্ট যাত্রীদের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভেতরে ছিনতাইয়ের সুযোগ নেই। এ ঘটনায় স্থানীয় মানুষের সম্পৃক্ততা রয়েছে। এজন্য তা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। তবে সবাই মিলে ছিনতাই শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করছি আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *