বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
সন্ধ্যার আগেই মৌলভীবাজার পৌর শহরের ৯টি ওয়ার্ডেই কুরবানির বর্জ্য অপসারণ করেছে মৌলভীবাজার পৌরসভা।
গতকাল সোমবার (১৭ জুন) ঈদের নামাজ শেষে সকাল থেকেই পৌর শহরের প্রতিটি ওয়ার্ডের গলিতে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়।
১২টি ট্রাকে করে নির্দিষ্ট স্থানে বর্জ্য অপসারণ করা হয়। কুরবানিকৃত স্থানে ছিটানো হয় ব্লিচিং পাউডার। এই কার্যক্রমের তদারকি করেন পৌরসভা মেয়র মো. ফজলুর রহমান।
মেয়র বলেন, কোরবানির পশুর বর্জ্য পরিষ্কারের জন্য সকাল থেকে মৌলভীবাজার শহরের প্রায় শতাধিক কর্মী নিয়োজিত ছিলেন। যার কারণে কোরবানির বর্জ্য এবারো সন্ধ্যা ৬টার মধ্যে পরিষ্কার করা হয়েছে। বর্জ্য অপসারণে ১২টি ট্রাক রয়েছে। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পৌর কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিকরা এই কাজে সার্বিক সহযোগিতা করেছেন।