বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন

সর্বশেষ
ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে সাফল্য, শায়েস্তাগঞ্জ থানার পুলিশ সদস্য পেলেন বিশেষ পুরস্কার স্ত্রীর অধিকার আদায়ে তরুণীর অনশন জৈন্তাপুরে ভুয়া ইজারার কাগজপত্র দেখিয়ে কোটি কোটি আত্মসাৎ ইউপি সদস্যের বিরুদ্ধে শ্রীমঙ্গলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন জুড়ীতে যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপির সভাপতি মাসুম রেজার প্রকাশ্যে তদবির হিন্দু প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা মুসলিম প্রেমিকার অনশন জৈন্তাপুরে মাওলানা শামিম আহমদকে হত্যার উদ্দেশ্যে হামলা, থানায় অভিযোগ দায়ের নিজ বাড়ি থেকে মোহনা টিভির সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার ধর্মের নামে বৃদ্ধকে হেনস্তা, মানবাধিকার ও সংবিধান লঙ্ঘনের ঘটনায় মামলা আ.লীগ নেতার পাশে বিএনপি নেত্রী, লালপুরে নেতাকর্মীদের বিক্ষোভ
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

পথে পথে বিক্রি হচ্ছে কোরবানির মাংস

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের দিন ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়েছে কোরবানির মাংস। সোমবার (১৭ জুন) সকাল থেকেই ভিক্ষুক ও গরিব-অসহায় মানুষেরা বিভিন্ন বাসাবাড়ি থেকে মাংস সংগ্রহ করেছেন। এসব মাংসই শহরের পথে পথে অস্থায়ী দোকান বসিয়ে বিক্রি করছেন অনেকে। 

সোমবার দুপুরে সরেজমিন রেলগেট, কাউতলী, টি.এ.রোড, কাচারিপাড়সহ কয়েকটি এলাকা ঘুরে এ চিত্র চোখে পড়েছে।

দেখা গেছে, কোরবানির গরুর মাংস কেজি দরে বিক্রি হচ্ছে। ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে এসব মাংস বিক্রি হচ্ছে। এসব এলাকা দেড়শ থেকে দুইশ ভাসমান দোকানে মাংস বিক্রি হতে দেখা যায়।

ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা কোরবানি দিতে পারেননি বা কম দামে কিনতে চান, তারাই মূলত এসব মাংসের ক্রেতা। মাংসের পাশাপাশি গরুর ভুঁড়িও বিক্রি হচ্ছে। এটি বিক্রি হচ্ছে ২০০-৩০০ টাকায়।

কাউতলীর মোড়ে একটি ব্যাগের ওপর মাংস নিয়ে বসা সুলতানপুরের তোফায়ের মিয়া জানান, কয়েকটি বাসাবাড়ি গিয়ে তিনি পাঁচ কেজির মতো মাংস সংগ্রহ করেছেন। এত মাংস রাখার তার ব্যবস্থা নেই। তাই চার কেজির মতো মাংস বিক্রি করে দেবেন।

একই বাজারে মাংস কিনতে এসেছেন রিকশাচালক রাকিব মিয়া। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে বসবাস করছেন। তিনি বলেন, কোরবানি দেওয়ার সামর্থ্য নেই আমার। তাই খোলা বাজারে মাংস কিনতে এসেছি। এখানে দাম যেমন কম, মাংসও তরতাজা পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *