শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক কারবারির ছুরিকাঘাতে মোবারক হোসেন (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। আহতকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার চরফরাদি তালতলা রোডের খৈলার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এসআই দীন ইসলামের নেতৃত্বে পাকুন্দিয়া থানা পুলিশের ৬ সদস্যের একটি দল উপজেলার চরফরাদি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় খুর্শিদ উদ্দিন নামে এক ব্যক্তিকে মাদকসহ আটক করা হলে তার কয়েকজন সহযোগী পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা পুলিশ কনস্টেবল মোবারক হোসেনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে খুর্শিদকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আহত পুলিশ কনস্টেবল মোবারক হোসেনকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় খুর্শিদ ও তার সহযোগী মাদককারবারি আতিকুল্লাহকে আটক করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গতকাল রাতে অভিযান পরিচালনা করার সময় মাদক কারবারিরা একত্রিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। আমাদের পুলিশ সদস্য মোবারক হোসেনকে বুক, পিঠ হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাত করা হয়েছে। তার অবস্থা অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।