শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। আজ রোববার সকাল আটটা থেকে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিক্রয় বন্ধ রেখেছেন তাঁরা। গত বৃহস্পতিবার বিকেলে খুলনা নগরের খালিশপুরে ট্যাংকলরি ভবনে আয়োজিত এক সভা থেকে সারা দেশে ওই ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এবং পদ্মা, মেঘনা ও যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতি যৌথভাবে ওই ধর্মঘট পালন করছে।