শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন
কোষপ্রাচীর উদ্ভিদকোষের একটি বৈশিষ্ট্য। প্রাণিকোষে কোষপ্রাচীর থাকে না। কোষপ্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল, এতে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন ও সুবেরিন নামের রাসায়নিক পদার্থ থাকে। কোষপ্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের আকার ও আকৃতি বজায় রাখে। ১৬৬৫ সালে রবার্ট হুক প্রথম কোষ পর্যবেক্ষণকালে একটি উদ্ভিদকোষে প্রাচীর দেখতে পান।