আজ বিশ্ব বাবা দিবস। বিশ্বের সব বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে জুন মাসের তৃতীয় রোববার দিবসটি পালিত হয়। প্রতিবছর সব মিলিয়ে প্রায় ১১১টি দেশে দিনটি নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়।
বাবা দিবসে দেখে ফেলুন বাবা-সন্তানের সম্পর্ক নিয়ে নির্মিত বেশ কয়েকটি সিনেমা। যেমন ‘দ্য লায়ন কিং, ‘টু কিল আ মকিংবার্ড, ‘পারস্যুট অব হ্যাপিনেস’, ‘মিসেস ডাউটফায়ার’, ‘রেইনবো জেলি’, ‘ট্রেন টু বুসান’, ‘অনওয়ার্ড’, ‘মোয়ানা’, ‘মিনারি’। তবে কিছু সিনেমার কথা আলাদা করে না বললেই নয়। জেনে নিন কয়েকটি সিনেমা সম্পর্কে, যেগুলোয় বাবার সঙ্গে সন্তানের সম্পর্কের মাধুর্য চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
সম্পাদক কর্তৃক আর এস প্রিন্টিং প্রেস, ৯২, আরামবাগ (মার্কেট), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৫/৩ পশ্চিম রামপুরা, ঢাকা। মোবাইল: ০১৭৭৫০৯৮৬৩৮। ই-মেইল: mediabuzz30@gmail.com.
২০২৪-২০২৫ দৈনিক মিডিয়া বাজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত