২ মে ২০২৩ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টার দিকে জুড়ি উপজেলার আওয়ামী লীগের নেতা কর্মিরা ফরিদ এর্গ্রো ফার্মে বিষ নিক্ষেপ করে এবং আগুন লাগায়। এতে খামারের বেশ কিছু মুরগি মারা যায় তাৎক্ষণিক ব্যাবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পান ফরিদ উদ্দিন।
এত এব,স্থানীয় প্রতিনিধির কাছ থেকে জানতে পারি ফরিদ উদ্দিনের ছেলে ইকবাল হোসাইন যে কিনা ফেইসবুকে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে এতে ফেইসবুকে পোস্টি তাৎনিক্ষ ভাইরাল হয়ে যায় ছাত্রলীগ যুবলীগ সহ পুরো উপজেলা বাসি খেপে উঠেন পোস্ট দাতাকে দেশে না পেয়ে তাদের বাবা ভাই সহ সকলকে টর্চার করেন এক পর্যায় তাদের পারিবারিক খামারে আগুন বিষ নিক্ষেপ করেন।
সেই সাথে বিদেশে থাকা ছেলেকে প্রানাশের হুমকি দেন। সেই সাথে বলেন আগে জেলে ধরিয়ে নিয়ে ছিলাম তাতেও তার অভ্যাস টিক হয় নি দেশে আসক তার চোখ উপরে ফেলবো এমনকি সাড়া জীবনের জন্য পুঙ্গু করে রাখবো।
সম্পাদক কর্তৃক আর এস প্রিন্টিং প্রেস, ৯২, আরামবাগ (মার্কেট), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৫/৩ পশ্চিম রামপুরা, ঢাকা। মোবাইল: ০১৭৭৫০৯৮৬৩৮। ই-মেইল: mediabuzz30@gmail.com.
২০২৪-২০২৫ দৈনিক মিডিয়া বাজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত